বিস্তারিত বাণী

শরীফ আহমেদ এমপি এর বাণী

প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসােসিয়েশন, ময়মনসিংহ যথাযােগ্য উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের তৃতীয় অভিষেক অনুষ্ঠান উদযাপন করছে এবং এ উপলক্ষ্যে একটি তথ্যবহুল স্মরণিকা প্রকাশ করছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দূরদর্শী নেতৃত্ব এবং আপােষহীন আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে ১৯৭১ সালে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে এবং দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে তিনি কাজ শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন চড়াই-উত্রাই পেরিয়ে ১৯৯৬, ২০০৮ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিপুল ম্যান্ডেট দিয়ে দেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযােগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করেন। তার যােগ্য, দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে দূর্বার গতিতে এগিয়ে চলছে। ইতােমধ্যে দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রভূত উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। এই উন্নয়ন ও অগ্রগতির অন্যতম কারিগর দেশের মেধাবী ও দক্ষ প্রকৌশলীগণ প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসােসিয়েশন, ময়মনসিংহ এতদঞ্চলের প্রকৌশলীদের প্রাণের সংগঠন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এ সংগঠনের সদস্যদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।

প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসােসিয়েশন, ময়মনসিংহ এর তৃতীয় অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে অভিষিক্ত হতে যাচ্ছে কর্ম উদ্দীপনায় পরিপূর্ণ একটি নতুন কার্যনির্বাহী কমিটি। এসােসিয়েশনের সকল সদস্য তাদের কর্মদক্ষতার দ্বারা প্রশংসনীয় কার্যক্রম বাস্তবায়ন করবে বলে আমার বিশ্বাস । আমি আশা করব এসােসিয়েশনের নতুন কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য তাদের অতীত অভিজ্ঞতার আলােকে আরাে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে।

আমি এই সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং এসােসিয়েশনের তা অভিষেক অনুষ্ঠান এবং এ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সর্বোপরি আমি প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসােসিয়েশন, ময়মনসিংহ এর সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হােক।